Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপি চেয়ারম্যানের বাণী

স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের উৎপত্তি ১৮৭০ সালে। অর্থনৈতিক প্রশাসনিক ও রাজনৈতিক কারণে পল্লী অঞ্চলের ভিত্তি সৃদুঢ করার  লক্ষ্যে প্রথমত চৌকিদার  পঞ্চায়েত উদ্ভব ঘটে। কালের বিবর্তনে সর্বশেষ  ১৮৭৩ সালে এই স্থানীয় সরকার ব্যবস্থা নাম করন করা হয় ইউনিয়ন  পরিষদ।তৃণমূল পর্যায়ে সার্বিক  উন্নয়নে  অবকাঠামো নির্মান স্থানীয় সম্পদের সুষ্ঠ ব্যবহার ও উন্নয়ন নিশ্চিত করণ এবং সরকারের বিভিন্ন সামাজিক  কার্যক্রম বাস্তবায়ন সহ ইত্যাদি  ইউনিয়ন পরিষদের  মৌলিক দায়িত্ব।এছাড়া আইন শৃখলা রক্ষা, গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জন্ম,মৃত্য নিবন্ধন, অনলাইনে সকল প্রকার  কাজ  সম্পাদন, বিভিন্ন শুমারী,  বিভিন্ন প্রকার সনদ প্রদান, শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন সহ নানা বিধ সেবা মূলক কর্মকান্ড সম্পাদন করে থাকে। উল্লিখিত  কর্মকান্ড  বর্তমান  সরকারের  ঘোষিত  একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল  বাংলাদেশ  গড়ার  অঙ্গীকার  বাস্তবায়নের  ওয়েব পোর্টাল হলো  একটি  অংশ, এই অংশটুকুর  কাজ  করার  জন্য  মানণীয় প্রধানমন্ত্রী সহ এটুআই  এর সকল  কর্মকর্তা ও কর্মচারীকে  ধন্যবাদ জানাই।

মোঃ মুজিবুর রহমান

চেয়ারম্যান

৩ নং রাজানগর ইউনিয়ন পরিষদ

 

প্রিয় রাজানগর ইউনিয়ন বাসী

সুভেচ্ছা জানবেন।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ইউনিয়নের অব্যহত উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও জনগনের স্বার্থ সু-রক্ষায় আপনাদের প্রতি নিম্ন বর্নিত নির্দেশাবলী পালনে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

 

*নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন।

*আপনার সন্তানের বিবাহ অনুষ্ঠানের কমপক্ষে

০২ সপ্তাহ পূর্বে জন্ম সনদ সংগ্রহ করুন।

*১৮ বছরের কম বয়সীদের নাগরিকত্ব প্রদান করা হয় না।

*সরকারী/বেসরকারী/ধর্মীয় জনকল্যান মূলক প্রতিষ্ঠানের ভূ-সম্পত্তিতে নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন।

*যেখানে সেখানে মল-মূত্র ত্যাগ করা থেকে বিরত থাকুন।

*নিয়মিত ট্রেড লাইসেন্স সংগ্রহ করুন।

*বিল হাওড়-বাওড় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ ধরা হতে বিরত থাকুন।

*আপনার বাড়ীর নিকট বর্তী রাস্তার রক্ষাবেক্ষনের দায়িত্ব আপনার।কেননা আপনি আপনার সাংসারিক প্রয়োজনে রাস্তাটি ব্যবহার করছেন।

*আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান।

*পরিবার পরিকল্পনা গ্রহন করুন,সুখী-সমৃদ্ধ ইউনিয়ন গড়ুন।

*আপনার আশে-পাশে কেহ মারা গেলে,জন্ম হলে তার নাম ঠিকানা সহ তথ্যাদী স্থানীয় মেম্বার বা গ্রাম পুলিশদের অবহিত করুন।

*শিশু শ্রম দন্ডনীয় অপরাধ,শিশুদের(১৮ বছরের নীচে)কঠিন শ্রম ভিত্তিক কাজে নিয়োজিত করবেন না।

*স্থানীয় বাজার/লোকালয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে সিডি/টিভিতে ছবি প্রদর্শন বন্ধ রাখুন,শিশুদের এসব হতে দুরে রাখুন।

*প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও শিশুদের হাট-বাজারে ঘোরা-ফেরা

আড্ডাদেয়া বন্ধ করতে অভিভাবক বয়োজেষ্ঠ,শিক্ষক,মুরুব্বী,মাতব্বর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনগনের দৃষ্টি আকর্ষন করছি।

*দুটি সন্তানের বেশী নয়,একটি হলে ভাল হয়।

*ইউনিয়নে বরাদ্দকৃত মানবিক সহায়তা ও সাময়িক নিরাপত্তা মূলক বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রাপ্ত সুযোগ সুবিধা পেতে অর্থ লেনদেন হতে বিরত থাকুন।

*জুয়া মাদক বাল্যবিয়ে রোধে সকল শ্রেনী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহায়তা করুন।

*সামাজিক বিশৃংখলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে সোচ্ছার প্রতিরোধ গড়ে তুলুন,এ ধরনের অপতৎপড়তা সম্পর্কে স্থানীয় মেম্বার গ্রাম পুলিশ,আনছার ভিডিপি দলনেতা কিংবা ইউনিয়ন পরিষদকে অবহিত করুন।

*সন্ত্রাস নাশকতা রোধে স্থরেস্থরে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করুন।

*ইউনিয়নের জনস্বার্থ রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ আপনার এর সুষ্ঠ কার্যক্রম পরিচালনায় আপনার আন্তরিকতা প্রয়োজন।

*মদ-জুয়া সহ সকল অশ্লীলতা বন্ধে ঐক্যবন্ধ হোন,এসব প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

*আপনার এলাকায় কোন অপরিচিত ব্যক্তির আনাগোনা হলে দ্রুত স্থানীয় মেম্বার,রাজনৈতিক নেতৃবৃন্দ,মাতবর ও মহল্লাদারকে অবহিত করুন।

*জনচলাচলের রাস্তা সমূহ ইউনিয়ন পরিষদের পূর্বানুমতি ছাড়া খনন করা হতে বিরত থাকুন।

*জমি চাষে নিয়োজিত পাওয়ার টিলার রাস্তায় চলাচলে বিধি অনুসরনের

(লোহার চাকার বেল্ট লাগানো)জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

*বাল্য বিবাহ ও যৌতুককে ঘৃনা করুন/না বলুন।

*আপনার সমস্যা/অভিযোগ প্রথমে স্থানীয় মেম্বারকে অবহিত করুন।তার নেতৃত্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে(উপস্থিতির হাজিরা ও রেজুলেশন)মিমাংসা বৈঠক অনুষ্ঠান করে ইউনিয়ন পরিষদে উক্ত রেজুলেশন প্রেরন করতে সহায়তা করুন।

*মেয়ের ১৮ ও ছেলের ২১ এর কম বয়সীদের এফিট এফিটের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান করা থেকে বিরত থাকুন।ইহা আইনত: দন্ডনীয় অপরাধ।

*মাদক ব্যবসায়ী,মাদকাসক্ত ব্যক্তি ইউপি কর্তৃক ঘোষিত আইনানুগ সিদ্ধান্ত অমান্যকারী,প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী-দূর্নীতিবাজ ব্যক্তি জুয়াড়ীদের পরিষদের বিভিন্ন সেবা প্রদান করা হবে না,এসব থেকে বিরত থাকুন।আপনার/আপনাদের সহযোগীতা একটি সুখী সমৃদ্ধ ইউনিয়ন গঠনে প্রধান ভুমিকা রাখবে।

 

পূর্ন শুভেচ্ছাসহ

মোঃ মুজিবুর রহমান

চেয়ারম্যান

৩ নং রাজানগর ইউনিয়ন পরিষদ